বিদ্যালয়ের নামঃ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়, ঠিকানা: হলতা, চরাদী, বাকেরগঞ্জ
বরিশাল । স্থাপিতঃ ১৯৭২ খ্রিঃ, বিদ্যালয়ের কোড: ১৯৯৭ ,এমপিও কোডঃ ৫১০৭১০১৩০২ , বিদ্যালয়ের
EIIN: ১০০৪৯৯, উপবৃত্তি কোড- ১০৪৫৫৮৪, বিদ্যালয়ের ধরন: বেসরকারী , বিদ্যালয়ের
E-mail: anisurrahmanhowlader12@gmail.com,
মোবাইল নম্বরঃ ০১৭১২-৯৪০৭৩২
বিদ্যালয়টি ১৯৭২ সালে মরহুম আঃ মালেক মৃধা ফজলুল
হক মাধ্যমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠা করেন। শুরুতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত
হয়ে শ্রেনি পৃর্যক্রম পরিচালনা করা হয়। নিম্ন মাধ্যমিকে প্রধান শিক্ষক বাবু শিব কৃষ্ণ
চক্রবর্তী বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালনী করেছিলেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম
আঃ মালেক মৃধা তিনি ছিলেন বলইকারী গ্রামের চরদী ইউনিয়নের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল
জেলার কৃতি সন্তান । পরে শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর প্রচেষ্টায় ১৯৮৫ মালে নিব মাধ্যমিক
থেকে মাধ্যমিকে উন্নিত হয় । মাধ্যমিকে তিনটিত বিভাগ (বিজ্ঞান, বানিজ্য, মানবিক) লিয়ে
পরিচালিত হয় । নিম্ন মাধ্যমিকে ৯৩ জন জন- শিক্ষার্থীরপাঠদান
কার্যক্রম পরিচালনা করা হয়েছিল । মাধ্যমিকে সর্বমোট ১৫৬ জন শিক্ষার্থী নিয়ে তিনটি বিভাগে শ্রেণিকার্যক্রম পরিচালনা
করা হয়। মাধ্যমিকের । প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন মোঃ হাবিবুর রহমান খান। প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান ও অন্যান্য
সকল শিক্ষকগনের প্রচেষ্টায় বিদ্যালয়টি তে ভাল ফলাফল অর্জন কর ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসেবে
পরিচিতি লাভ করে। প্রধান শিক্ষক মোঃ হাবিবুর
রহমান খানের পরে বাবু শিব কৃষ্ণ চক্রবর্তী ১১/০১/২০০৩ তারিখে প্রধান শিক্ষক হিসেবে
দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম রক্ষা করেন।
সালে লাভ করে। প্রধান হিসেবে পরিচিতি লাভ করে। খানের বার শিব কৃষ্ণ চন্দ্র অবসরে যাওয়ার
পরে ২০১৪ সালের জানুয়ারী মাসে ১৪ তারিখে প্রধান
শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে মোঃ আনিচুর রহমান
হাওলাদার। বর্তমান প্রধান শিক্ষক ও অন্যান্য
সহঃ শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়টি গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করে। তার প্রচেষ্টায় বিদ্যালয়ে
পাবলিক পরিক্ষা যেমন জেএসসি ও এসএসসি পরীক্ষা
কেন্দ্রে চালু হয় । বিদ্যালয়টি বর্তমানে ৪র্থ তলা ভবনে পাঠদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি
নিজস্ব (১.৯৩ একর) এর উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় ব্যবস্থা গভীর নলকূপ
(বিশুদ্ধ টিউবয়েল) আছে। বিদ্যালয়ের মাঠে এক কোনে শহীদদের স্মরণে শহীদ মিনার ও ফ্লাক্যাস্টান রয়েছে।
৪র্মতলা ভবনে ভবনে ১২টি ক্লাস রুম, প্রধান শিক্ষকরে কক্ষ শিক্ষকমন্ডলীদরে
কক্ষ , বিজ্ঞানাগার রয়েছে। ছাত্র, ছাত্রীদের
জন্য আলাদা ওয়াশরুম, কামন রুম ও উন্নতমানের হলরুম রয়েছে। অভিভাবক সমাবেশ বারার জন্যে
আলাদা কক্ষ রয়েছে। বিদ্যালয়ের চার দিকে স্থায়ী
প্রাচীর বা দেওয়াল দ্বারা পরিবেষ্টন করা আছে। উত্তম স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। পরিশেষে বলা যায়
বিদ্যালয়টি মনোরম পরিবেশে নির্মিত ও আনন্দঘন
পরিবেশে পাঠদান চালনা করা হয়।